খোলা পিঠে রবীন্দ্র সংগীতের বিকৃত লাইন নিয়ে বিতর্ক

খোলা পিঠে রবীন্দ্র সংগীতের বিকৃত লাইন নিয়ে বিতর্ক

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোল উৎসবের কিছু ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবারের উৎসবের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়।

এ ঘটনায় সিঁথি থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জড়িত পাঁচ ছাত্রছাত্রীকে শুক্রবার চিহ্নিত করা হয়েছে।

এই সময় জানায়, বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, রোদ্দুর রায়ের গাওয়া রবীন্দ্র সংগীতের বিকৃত কিছু লাইন নারীদের পিঠে আবির দিয়ে লেখা। এ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে।

ওই ঘটনায় জড়িত পাঁচ ছাত্রছাত্রীকে শুক্রবার চিহ্নিত করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তারা সকলে বহিরাগত।

এ ঘটনায় রবীন্দ্রভারতীর ছাত্রছাত্রীরা অত্যন্ত ক্ষুব্ধ। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, বৃহস্পতিবার দুপুরেই ঘটনাটি তাদের নজরে আসে। তারপর তারা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জানান।’

আরেক ছাত্র বলেন, ‘বাইরের কিছু ছাত্রছাত্রীর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের দুর্নাম হচ্ছে। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার।’

বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দোল উৎসব পালিত হয়। সন্ধ্যার মধ্যে সেই উৎসবের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে দেখা যায়, শাড়ি পরা কিছু নারী খোলা পিঠে আবির দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করে অশ্লীল শব্দ লেখা রয়েছে। অশ্লীল শব্দ লেখা রয়েছে কয়েকজন যুবকের বুকেও।