গৌরনদীতে একজন করোনা রোগী সনাক্ত

বরিশালের গৌরনদীতে আরো একজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিনজন।
সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন জানান, সোমবার (১৩ এপ্রিল) বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীর করোনা পরীক্ষা পজিটিভ এসেছে।
জানা গেছে ওই নারীর বাড়ির গৌরনদী উপজেলার টরকি এলাকার সুন্দরদিতে। গতকাল রোববার তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয় আজ তার করোনা রেজাল্ট পজিটিভ আসে।
এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: বাকির হোসেন জানান, সেখানে চিকিৎসাধীণ দুই করোনা রোগী ভালো আছেন।
তবে তাদের যারা চিকিৎসা দিচ্ছে তাদের ৫ ডাক্তার ও ৭ নার্স সহ মোট ১২জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা ৫ জন।