ছেলেরা ত্বকের যত্ন নেবেন যেভাবে

ছেলেরা বেশ অবহেলাই করেন ত্বক নিয়ে। তবে শীতের সময় কিন্তু শুষ্ক প্রকৃতি ছাড় দেবে না আপনাকে। ছেলেরা শীতে কীভাবে ত্বক ভালো রাখবেন জেনে নিন।
শীতে ছেলেরা ত্বকের যত্ন নেবেন যেভাবে
শীতে ত্বক এমনিতেই রুক্ষ থাকে। দাড়ি কাটার অন্তত এক ঘণ্টা আগে তাই ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
ত্বক পরিষ্কার করতে মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন।
ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন নিয়মিত।
শেভ করার পর ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।
মধুর সঙ্গে কফি মিশিয়ে ত্বকে ঘষে নিন। মরা চামড়া দূর হবে ত্বকের।
ত্বক উজ্জ্বল করতে দুধের সঙ্গে বেসন ও হলুদ বাটা মিশিয়ে ত্বকে লাগান।
বাইরে বের হওয়ার সময় সানক্রিন লাগাতে ভুলবেন না।
পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম ধরনের প্রসাধনী হাতের কাছে রাখুন। প্রয়োজন মতো লাগিয়ে নিন ঠোঁটে।