ঢাকার বাইরে সোয়া ১২ লাখ মোবাইল গ্রাহক

ঢাকার বাইরে সোয়া ১২ লাখ মোবাইল গ্রাহক

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরুর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে অন্তত সোয়া ১২ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে গেছেন বলে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (১৯ এপ্রিল) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, মঙ্গলবার প্রকাশিত এক হিসাবে দেশের চার মোবাইল কোম্পানির ১২ লাখ ২৮ হাজার ২৭৮ সিমের গ্রাহক ঢাকার বাইরে চলে গেছেন বলে জানা যায় একই সময়ের মধ্যে ঢাকায় ঢুকেছে ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ সিমের গ্রাহক।

এই পরিসংখ্যানে বিপুল পরিমাণ মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার প্রমাণ মিললেও এটিকে ঈদে বাড়িফেরা মানুষের প্রকৃত সংখ্যা নয়। মোবাইল গ্রাহক নয় এমন শিশুরা এই হিসাবের বাইরে থাকছে। আর দেশের প্রায় এক-তৃতীয়াংশ নাগরিক ১৪ বছরের কম বয়সী বলে পরিসংখ্যান ব্যুরো তথ্য দিয়েছে। তাছাড়া অনেকের সঙ্গে একাধিক সংযোগের একই গ্রাহক থাকায় ঢাকাছাড়াদের প্রকৃত হিসাব পাওয়া যাচ্ছে না।

চাঁদ দেখা সাপেক্ষে শনি বা রবিবার (২২ বা ২৩ এপ্রিল) ঈদ হবে। ট্রেন-বাসের আগাম টিকেটের যাত্রীরা ঢাকা ছাড়তে শুরু করেছেন সোমবার থেকে, সেই হিসাবে মঙ্গলবার ছিল ঈদযাত্রার দ্বিতীয় দিন।

এবার ঈদের ছুটি শুরু হবে শুক্রবার থেকে, তার আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। বুধবার (১৯ এপ্রিল) পবিত্র শবে কদরের ছুটি। ফলে ঈদের ছুটির আমেজ লেগেছে বুধবার থেকে তাই মূল চাপটাও শুরু হয়েছে তখন থেকেই।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাবে, ঢাকার জনসংখ্যা এখন সোয়া দুই কোটি। এর মধ্যে এক কোটির বেশি মানুষ ঈদের ধর্মীয় এবং সামাজিক কর্তব্যকে সামনে রেখে এক জেলা থেকে অন্য কোনো জেলায় যান। ২০২১ সালের মে মাসে ঈদের সময় ১২ দিনে এক কোটির বেশি সিম ব্যবহারকারী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্য গিয়েছিলেন বলে সে সময় তথ্য দিয়েছিলেন মোস্তাফা জব্বার।