বরিশালের সাবেক ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানের বিরুদ্ধে মানববন্ধন

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বিরুদ্ধে মানববন্ধন করেছে তার এলাকাবাসী।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীরর ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া প্রথম গলির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ জনগণ অসীম দেওয়ানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসী মোঃ রনি মোছাম্মৎ মেরিনা শিশির মিঠু মোহাম্মদ জাবেদ প্রমুখ।
বক্তরা বলেন, ‘মাদকসেবী ও সন্ত্রাসীদের গডফাদার, ধর্ষক, অপহরণকারী, ইপ্টিজার, অস্ত্র ব্যবসায়ী অসীম দেওয়ানকে সাধারণ মানুষ এলাকা থেকে অবাঞ্চিত ঘোষণা করেছিল। কিন্তু নতুন করে একটি কুচক্রি মহল তাকে আবার ফিরে আনার পাঁয়তারা করছে। তাই এলাকার পরিবেশ আবার নষ্ট হতে পারে। এজন্য কাউনিয়ার সর্বস্তরের সাধারণ জনগণ এই মানববন্ধন করছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা-পুলিশ। পরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অসীমকে বহিষ্কার করে।