বুধবার ২৯ মে বরিশাল ও ঝালকাঠিতে লাল সবুজ সোসাইটির সদস্যরা খেটে খাওয়া মানুষদের গরমের কষ্ট কিছুটা লাঘব করার জন্য ৮০ টি ছাতা প্রদান করেছে।
প্রতিবারের তুলানায় এ বছর গরম টা অনেক বেশিই পরেছে। গরমে জন জীবন অতিষ্ঠ। আর গমের ভিতর রমজান মাস হওয়ায় মানুষের কষ্ট টা এবার অনেক বেশি। এই গরমে শ্রমিক শ্রেণীর মামুষ বলতে রিকশা, ভ্যান চালায় যারা তাদের কষ্টের শেষ থাকে না। তাই এই সমস্ত মানুষের পাশে এসে দাড়িয়েছে লাল সবুজ নামে একটি স্বেচ্ছাসেবী সংঘটন।
সংঘটনের সদস্যদের নিজেদের চাঁদার টাকায় এই ছাতা গুলি ক্রয় করা হয়।
লাল সবুজ সোসাইটির সভাপতি তাহসিন উদ্দিন ভোরের আলোকে বলেন, প্রখর রোদ থেকে বৃদ্ধ রিকসাচালক সহ অন্য খেটে খাওয়া মানুষদের একটুখানি স্বস্তি দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। এই ছাতা মাথার সাথে আঁটকে থাকে তাই খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবে তারা। আজ বরিশাল ও ঝালকাঠিতে মোট ৮০ টি ছাতা বিতরণ করা হয়েছে সদস্যদের অর্থায়নেই। আমাদের এই উদ্যোগ ঝালকাঠিও খুলনাতেও চালু আছে । চাইলে আপনিও অংশ নিতে পারেন এই কাজে।
খেটে খাওয়া এই সব মানুষকে ছাতা বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটির সভাপতি তাহসিন উদ্দিন, সাধারণ সম্পাদক যুবরাজ বড়াল এবং সংঘটনের অন্যান্য সদস্যরা।