নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে নওগাঁ জেলা সদর উপজেলার জবার মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহতদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি মো. সোহরাওয়ার্দি হোসেন জানান, নিহতরা মোটরসাইকেলযোগে নওগাঁ শহর থেকে নওহাটা মোড় চৌমাশিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কে জবার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজনের মৃত্যু হয়। সংবাদ পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।