নিউইয়র্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আওয়ামী যুবলীগ নিউইয়র্ক মহানগর শাখার উদ্যোগে বুধবার সিটির ব্রঙ্কসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সুমন দেব। পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন, সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মেহেদি কাবুল, নিউইয়র্ক স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিটন দাস, জাবেদ আহমদ, হেলাল মিয়া, জামাল হোসেন, জাকের রহমান, হাসান মিয়া, শহিদ আহমদ, তাহসিন আরাফা, সুমন মিয়া প্রমুখ।
ভোরের আলো/ভিঅ/১০/১২/২০২০