নেছারাবাদ থেকে ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

নেছারাবাদ থেকে ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
বরিশাল র‌্যাব-৮ এর সদস্যদের অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা থেকে ৫ লক্ষ মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত ব্যবসায়ীকে আটক করে জালসহ ভ্রাম্যমান আদালতের নিকট সোপার্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত আটক ব্যবসায়ী নেছারাবাদ উপজেলার সুঠিয়াকাঠি এলাকার আঃ মোতালেবের ছেলে স্বপন মিয়া(৫৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করেন। রোববার (০৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানাধীন মিয়ার হাট বাজারের স্বপন স্টোরে অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ব্যবসায়ী স্বপন মিয়াকে আটক করা হয় এবং দোকানের ভেতর থেকে ১৫-১৬ টি প্লাস্টিকের বস্তার মদ্য দিয়ে ৫ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়