নেত্রকোনার বারহাট্টায় নাশকতার মামলায় ১৩ আওয়ামী লীগ নেতা কারাগারে

নেত্রকোনার বারহাট্টায় নাশকতার মামলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ১৩ জন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসাইন এই আদেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সেন্টু
সাহতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান সুজাত
সাহতা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আঙ্গুর
বাউসী ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির
বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য পারভেজ মিয়া
২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার গোপালপুর এলাকায় বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল চলাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর করে এবং আগুন লাগায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে একজন বাদী হয়ে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ৪০ জনকে আসামি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী প্রেমানন্দ চন্দ্র সরকার জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। তবে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।