পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা কর্মীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পটুযাাখালী জেলা ও কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার(২৪ মে) সকালে পটুয়াখালী সরকারী কলেজ থেকে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শামিম, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বেল্লাল হোসেন ও পৌর শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় তিতাস সিনেমা হল মোড়ে মিছিল শেষ করে। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শামিম, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বেল্লাল হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা, ঢাকায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর সশস্ত্র ছাত্রলীগের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের উপর যারা নির্বিচারে হামলা করেছে তাদের পাল্টা জবাব দিতে হবে। হামলাকারীদের বুঝিয়ে দিতে হবে ইটের জবাব পাথর দিয়ে দেয়া যায়। তারা চলমান আন্দোলনকে চুড়ান্ত লক্ষ্যে নেয়ার জন্য ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।