পিপিই বিতরণ করেন শায়খে চরমোনাই

পিপিই বিতরণ করেন শায়খে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিমের চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিমের সদস্যদের মাঝে পিপিই বিতরণ করেছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদমারি মুজাহিদ কমপ্লেক্স বরিশাল এ  চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম (ঈ.ঠ.ঝ.ঞ.) এর গোসল, কাফন- দাফন টিমকে সুরক্ষা পোশাক অর্থাৎ পিপিই বিতরণ করেন। এ সময় চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশে করোনা ভাইরাস  সংক্রমনের পর থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই পরিচালিত চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম ফ্রি অক্সিজেন ও চিকিৎসা পরামর্শ সেবা, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির গোসল, কাফন- দাফন ও ত্রাণ সহায়তায় দিন রাত কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত ৩৩৫ জন রোগীকে  ফ্রি অক্সিজেন সেবা ও ১৯২ জন মৃত ব্যক্তির গোসল, কাফন-দাফন সম্পন্ন করেন চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম। এ সার্ভিস অব্যহত থাকবে বলে জানিয়েছেন তারা। 

চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিমের সেবা পেতে ০১৭৪৭-৪০১২১৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।