ফের করোনা আক্রান্ত সাইফ হাসান

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাইফ হাসান গত ০৮ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হন। এর ৮ দিন পর দ্বিতীয়বার তার করোনা পরীক্ষা করা হয়।
তবে দ্বিতীয়বারেও করোনা পজিটিভ হয়েছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলানিউজিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সময় এক সাপোর্টিং স্টাফের করোনা ধরা পড়ার পর ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেই সময় প্রথমধাপের করোনা পরীক্ষায় সাইফের করোনা ধরা পড়ে।
ভোরের আলো/ভিঅ/১৬/২০২০