বরগুনায় বেরিবাধ ভাঙ্গনে ব্লক স্থাপনের দাবীতে মানববন্ধন

বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের রাখাইন পাড়ার বড় বালিয়াতলী, ছোটবালিয়াতলী,পালের বালিয়াতলী গ্রামে বেড়ীবাঁধ ভেঙ্গে বসতঃ ভিটা,ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব পরিবারের সদস্যরা আজ বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত বুড়ীশ্বর নদী(পায়রা) নদীর তীরে বালিয়াতলীতে মানববন্ধন ও সমাবেশ করে।
সিডরে ২০০৭ সালে বেড়ীবাঁধ ভেঙ্গে যাবার পর রাখাইন স্মপ্রদায়ের কয়েক শ'পরিবার সহ ৩টি গ্রামের অধিবাসীরা ঝুঁকির মধ্য রয়েছে। ইতোমধ্যে নতুন করে ২ কিঃ মিঃ বেশী বেড়ীবাঁধ ভেঙ্গে গিয়েছে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী রাখাইন এলাকায় ও বড়বালিয়াতলী নদী ভাঙ্গন এলাকার রক্ষা কমিটির সভাপতি মিঃ মংনোচান মনজু , সহ সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক এ.বি.এম মিজানুর রহমান প্রমূখ।
মানববন্ধনের শেষে বরগুনা জেলা প্রশাসক বরাবর স্বারক্ষলিপি প্রধান করেন।