বরিশালে নারী শ্রমিক-কর্মচারীদের সমাবেশ

সমান কাজে সমান মজুরী, শ্রমিক ছাটাই-নির্যাতন বন্ধ ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে বরিশালে শ্রমিক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে নগরীর সদর রোডে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশালের সাধারন সম্পাদক জোসনা বেগম।
বক্তব্য রাখেন বরিশাল ট্রেড ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, বরিশাল বিদ্যুত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির মুকুল, বরিশাল রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি আক্তার রহমান সবুর, ছাত্র ইউনিয়ন সভাপতি সম্পা দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার নিশ্চিত করার আহবান জানান।