বরিশালে আগুনে নিঃস্ব একটি পরিবার

বরিশাল নগরীর নবগ্রাম রোডের ফরেস্টার বাড়ী এলাকায় একটি বসত ঘর পুড়ে গেছে। আগুনে ভাড়াটিয়া পরিবারটির নগদ অর্থ সহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার ফেরদৌসি বেগমের টিনসেড ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন কাঁচা তরকারী ব্যবসায়ী মরিয়ম বেগম। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে দুপুরের রান্নার সময় মরিয়মের রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় অর্ধ ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রন করে। এর আগেই টিনকাঠের ঘরটি এবং ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। আগুনে ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারটি নিঃস্ব হয়ে যায়। এতে লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।