বরিশালে করোনা ওয়ার্ডে মৃত্যুর হার কমলেও চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে

বরিশালে করোনা ওয়ার্ডে মৃত্যুর হার কমলেও চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী মৃত্যুর হার কমলেও বেড়েছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে কমেছে করোনা শনাক্তের হার। 

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়,  সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩০৭ জন রোগী। গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৩৭ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৩ জন রোগী হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।  বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো সর্বাধিক ৩১১জন রোগী। এর আগে বিগত ২৪ ঘন্টায় (সোমবার) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন রোগীর মৃত্যু হয়। যা গত বছর ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর সর্বাধিক সংখ্যক মৃত্যু। 

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার কমেছে। সব শেষ রিপোর্টে ২০০ জনের নমূনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১০ জনের। শনাক্তের হার ৫৫ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৬৪ দশমিক ৩৬ ভাগ। গত বছর ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর সর্বাধিক ৭৩ দশমিক ৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো গত ৫ জুলাই।

গত বছর থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮৫৫ জন রোগীর মৃত্যুর হয়েছে। যার মধ্যে ২৩১ জনের করোন ছিলো পজেটিভ। 
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।