বরিশালে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী বরিশাল অঞ্চলের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
শনিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইনামুল হাকিম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি ভাষায় রোবট আবিস্কারক জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শুভ কর্মকার এবং শুদ্ধ বাংলা ভাষায় দক্ষতা অর্জনের জন্য সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী খাতুনে জান্নাত প্রাপ্তি এবং জিলা স্কুলের ছাত্র অয়ন চক্রবর্তীকে নগদ ১ লাখ করে অর্থ, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়।