বরিশালে নতুন রিকশা উপহার দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

বরিশালে নতুন রিকশা উপহার দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

বরিশাল: মা বেঁচে না থাকায় দুই সন্তানকে ঘরে তালাবদ্ধ রেখে অন্যের রিকশা ভাড়ায় নিয়ে তা চালিয়ে জীবিকা নির্বাহ করা রনি সিকদার ফিরোজকে একটি ব্যাটারিচালিত নতুন রিকশা উপহার দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসাথে সন্তানদের নিয়ে ভালো খাবার খাওয়ার জন্য নগর ৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন।

বুধবার (৩০ আগষ্ট) বিকেলে বরিশাল সার্কিট হাউজের সামনে আনুষ্ঠানিকভাবে এ রিকসা তুলে দেন আওয়ামীলগ নেতা বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক।

এসময় গেলো সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী দপ্তর সেলের প্রধান লস্কর নুরুল হক বলেন, সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিকশা চালক রনির বিষয়টি চোঁখে পড়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ-এমপির। তখনই জীবিকার সুবিধার্থে এবং একটু ভালো থাকার প্রত্যাশায় রনিকে একটি রিকশা কিনে দেয়ার জন্য মনস্থির করেন তথ্যমন্ত্রী। যারফলস্রুতিতে তার দেয়া এই রিকশাটি আমি রনির কাছে বুঝিয়ে দিয়েছি।  এরইমধ্যে ফরিদপুরের এক ভদ্রলোক রনিকে একটি রিকশা কিনে দিয়েছেন, যেটি রনি বর্তমানে নিজেই চালাচ্ছেন। আর আজকের এই রিকশাটি চালিয়ে হোক আর ভাড়া দিয়ে হোক রনি অতিরিক্ত একটু ভালো থাকতে পারবেন। তার মঙ্গল কামনা আমরা করছি। 

তিনি বলেন, রিকশাটি ছাড়াও তথ্যমন্ত্রী মহোদয় সন্তানদের নিয়ে ভালোমন্দ খাওয়ার জন্য রনিকে ৫ হাজার টাকা দিয়েছেন, সেটিও আমি তার হাতে তুলে দিয়েছি।

তথ্যমন্ত্রীর কাছ থেকে রিকশা পেয়ে উচ্ছসিত রনি বলেন, সাংবাদিক ভাইদের কারনে একটু ভালোভাবে সন্তানদের নিয়ে থাকার ব্যবস্থা আমার হয়েছে।  আমি ভাড়া নিয়ে রিকশা চালাতাম। তখন যে উপার্জন ছিলো তার থেকে ভালো থাকতে পারবো, সন্তানদের মুখে হাঁসি ফোটাতে পারবো। তথ্যমন্ত্রী স্যার মানবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছেন এজন্য তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।  দোআ করি আল্লাহ যেন ওনাকে সুখে শান্তিতে রাখেন। আর এরআগে ফরিদপুরের যে ভাই আমাকে একটি রিকশা দিয়েছেন তাকেসহ যারা ২-১ হাজার করে আর্থিক সহযোগীতা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই।