বরিশালে বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে আলোকিত নগর

বরিশালে বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে আলোকিত নগর

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে ১৯ জুলাই থেকে রাত আটটার পর সারাদেশে দোকান, বিপনি বিতান,মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

বরিশাল নগরীতে রাত আটটার পর দোকান, বিপনি বিতান,মার্কেটসহ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হলেও এসব প্রতিষ্ঠানের অধিকাংশ সাইনবোর্ড রাত থেকে সকাল অবদি জ্বলে থাকে।এ নিয়ে বরিশাল নগরীর নাগরিকরা ফেসবুকে প্রতিবাদও করেছেন। বরিশাল সিটি করপোরেশনের ব্যবস্থা নেয়ার উদ্যোগ।

১৯ জুলাই থেকে ২১ জুলাই প্রতিরাতে আটটার পর বরিশাল নগরীতে পর্যবেক্হনে করে পাওয়া যায় দোকান, বিপনি বিতান,মার্কেট, ব্যাংক,বুথ,বীমা,ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্টানের নানা আকারের সাইনবোর্ড জ্বলতে দেখা যায়। লঞ্চঘাট,খেয়াঘাট কাকলির মোড়,সদররোড,বিবির পুকুর পার,জেল খানার মোর,নথুল্লবাদ বাসস্ট্যান্ড,রুপাতলী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে লাইটিং সাইনবোর্ড জ্বলতে দেখা যায়। গত কয়েকদিন বরিশাল নগরীতে এ বিদ্যুৎ সাশ্রয়ী হতে বিভিন্নভাবে প্রচার করে  অনুরোধ করলে এসব প্রতিষ্ঠান বিদ্যুৎ  সাশ্রয়ী উদ্যোগ নিচ্ছে না।

অপ্রয়োজনীয় এসব বিদ্যুৎ অপচয়কারীদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে ক্ষোভ ফেসবুকে  প্রকাশ করেছেন নাগরিকবৃন্দ।বরিশাল নগরীতে ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তার ও ফার্মেসীর লাইটিং  সাইনবোর্ড গুলো জ্বল জ্বল করে জ্বলতে দেখে সঙ্গীত  শিল্পী গৌতম ঢালী ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন আমাদের দেশের সরকারও আগে থেকেই সতর্ক হয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন,
অবাক লাগে হোটেল বা খাবারের দোকানের সাইনবোর্ড,ফার্মেসী,  ব্যাংকের এবং ডাক্তার সাহেবদের বিশাল বিশাল সাইনবোর্ড জ্বলছে অথচ দেখার কেউ নেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে না, এমন  যদি হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাশ্রয়ী উদ্যোগ বিফলে যাবে।

সরকারি চাকরিরত মকবুল চৌধুরী বলেন আমরা দিনে সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ী হলেও অফিস থেকে বের হয়ে দেখি বেসরকারি প্রতিষ্ঠান গুলোর লাইটিং  সাইনবোর্ড জ্বল জ্বল করছে।

 ২১ জুলাই রাত সাড়ে দশটায় রিপোর্টে লেখা পর্যন্ত নগরের ডাচ্ বাংলা ব্যাংক,মেঘনা ব্যাংক,বাটার গলি ও বেলভিউ গলির ডাক্তারদের সব লাইটিং সাইনবোর্ড জ্বলতে দেখা যায়।

বরিশাল নগরীতে রাত আটটার পর  লাইটিং সাইনবোর্ড জ্বালানো নিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক আহম্মদ জানান আমরা আজই বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে কথা বলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।