তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৩০ কেজি তামার তার উদ্ধার

বরগুনার তালতলীতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ টাকা মূল্যের ২৩০ কেজি তামার তার উদ্ধার করে তা জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত লেবার মিলনের বাড়ীতে ওই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত মিলনের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় পুলিশ মিলনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮টি প্লাস্টিকের বস্তার রাখা ২৩০ কেজি অবৈধ তামার তার উদ্ধার করে তা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
স্থাণীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তালতলীর ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর বিভিন্ন সময় গোপনে তালতলী জয়ালভাঙ্গা এলাকায় নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে থেকে চুরি হওয়া অবৈধ তামার তার কিনে ওই বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বিভিন্ন লেবারের বাড়িতে রেখে দেয়। পরে সময় সুযোগ করে গোপনে তা অন্যাত্র বিক্রি করার জন্য পাচার করে।
বিভিন্ন সময়ে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া তামার তার উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করে তার জব্দ করলে ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর রহমান ওই সকল জব্দকৃত তার নিজের দাবী করেন। তারই ধারাবাহিকতায় আজকে উদ্ধার হওয়া তামার তারও তার নিজের বলে দাবী করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, দীর্ঘদিন ধরে তালতলীতে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার মিলন তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি ও পাচার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে আজকে তার বাড়ীতে অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লেবার মিলন পালিয়ে যায়। ওই বিষয়ে তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#