বরিশালে মাদক ব্যবসায় সহায়তা চাইতে গিয়ে ২জন আটক

বরিশালে মাদক ব্যবসায় সহায়তা চাইতে গিয়ে ২জন আটক

বরিশালে নগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার বাসায় গিয়ে মাদক ব্যবসায় সহযোগিতা চাইতে গিয়ে আটক হয়েছে দুই মাদক ব্যবসায়ী। গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন তাদের আটেক করেন। পরে মাদক বিক্রিতে সহযোগিতা করার অভিযোগে আরও তিনজনকে আটক করে পুলিশ।
 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলেকান্দা রিফিউজি কলোনীর গাঁজা ব্যবসায়ী ৭ মামলার আসামী রফিক কসাই ও আরমান মাদক ব্যবসায় সহযোগিতা চাইতে গিয়ে আটক হন।


এ সময় আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মাদক ব্যবসায়ী রফিকের শ্বশুর শেখ গোলাম কশাইর বাসা থেকে ২ গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায় সহযোগিতা করার অভিযোগে রফিকের শ্বশুর শেখ গোলাম কশাই, আরমানের বোন ডলি এবং অপর সহযোগী শাকিলকেও আটক করে পুলিশ। আটক ৫জনের মধ্যে আরমান রফিকের শ্যালক বলে পুলিশ জানিয়েছে।


এসআই মহিউদ্দিন জানান, রফিক ও আরমান  দুপুর ১২টার দিকে তার সাগরদীর বাসায় গিয়ে মাদক ব্যবসায় সহযোগিতা করার প্রস্তাব দেয়। বিষয়টি তিনি কৌশলে উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে তাদের নির্দেশনায় ওই ২ জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন।

পুলিশ রিফিউজি কলোনী এলাকায় রফিকের শ্বশুড়ের বাসায় অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ আরও ৩জন শেখ গোলাম কশাই, ডলি ও শাকিলকে আটক করে। এ ঘটনায় আটক ৫জনকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।