বরিশালে স্বাস্থ্যববিধি মেনে কোরবানীর পশুর হাট পরিচালনার আহ্বান

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দুরত্বের খুঁটিতে পশুবেঁধে কোরবানীর পশুর হাট পরিচালনা করার আহ্বান জানিয়েছেন। ক্রেতা বিক্রেতা উভয়কেই স্বাস্থ্যবিধি পালন করতে হবে, মাস্ক ব্যাবহার করতে হবে এবং পশুর হাটে অবশ্যই হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল কাউনিয়া বটতলা গরুর হাট পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, মহামারি করোনার দুর্যোগ প্রতিরোধ করার জন্য এবছর ঘনবসতিপূর্ণ এলাকায় কোরবানির পশুর হাট বসতে দেওয়া হয়নি। পশুর হাটে গরু বা ছাগল এর দুই সারির মধ্যে দুরত্ব বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে মানুষের চলাচলে নিরাপদ দুরত্ব বজায় থাকে। প্রতিটি হাটে পুলিশ বক্স, সিসি ক্যামেরা নিশ্চতকরাসহ মাইকিং এর ব্যবস্থা করে সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গরুর হাটে থাকা নারী উদ্যোক্তাকে উৎসাহ প্রদান করেন এবং গরুর হাটে কোন প্রকার চাঁদাবাজী না থাকে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারী দেওয়া হয়।
কোন ক্রেতা বা বিক্রেতা হাটে এসে কোন প্রকার প্রতারণা বা সমস্যার সম্মুখীন হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সরাসরি জানাতে তিনি আহ্বাও জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাবুদ্দিন খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকারিয়া রহমান, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল হালিম, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (উত্তর) এএফএম ফায়েজুর রহমান, কাউনিয়া থানার অফিসার-ইন-চার্জ মো. আজিমুল করিম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. লোকমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।