বরিশালের দুর্গা সাগরে পূর্ন স্নান অনুষ্ঠিত

বরিশালের দুর্গা সাগরে পূর্ন স্নান অনুষ্ঠিত

বরিশালের আড়াই শ’ বছরের ঐতিহ্যবাহী দুর্গা সাগরে সনাতন ধর্মাবলম্বীদের পূর্ন¯ স্নান অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা স্নান অংশগ্রহন করেন। এ উপলক্ষ্যে দিঘির তীরে গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়। 

শনিবার ৯ এপ্রিল সকাল থেকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী দুর্গা সাগরে এই স্নান অনুষ্ঠিত হয়। বরিশাল সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে অনেক পূর্নার্থী দুর্গা সাগরের পূর্ন স্নান অংশ নেন। 

পূর্ন স্নান আসা ভক্তরা জানান, সনাতন ধর্ম মতে অস্টমী তিথিতে পূর্ন স্নান পাপ মোচন হয়। এই বিশ্বাসে  স্নান অংশগ্রহন করেন তারা। এছাড়া মানত করে অনেকের মাথা ন্যারা করে দেয়া হয়। পূর্ন স্নান কেন্দ্র করে দুর্গা সাগর এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। এ উপলক্ষ্যে সেখানে গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়। পূর্ন স্নান ও গ্রামীন মেলার নিরাপত্তায় পুলিশ সতর্কাবস্থানে ছিলো বলে জানিয়েছেন নগরীর বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার।