বাংলাদেশ থেকে ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ

করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশ থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির করোনা প্রতিরোধ সুপ্রিম কমিটি।
ওমান নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী ২৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ছাড়াও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারত ও পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না।
অন্য কোনো দেশ থেকে ওমানে প্রবেশের আবেদন করার ১৪ দিনের মধ্যে যদি কেউ বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে ভ্রমণ করে থাকেন তবে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
তবে এই নির্দেশনা ওমানের নাগরিক, কূটনৈতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের জন্য প্রযোজ্য হবে না।