বাকেরগঞ্জে অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাকেরগঞ্জে অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী আলহাজ্ব হযরত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিক্ষুব্ধরা।

শনিবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের কামারখালী বাজার মীরমদন স্ট্যান্ড সড়কে মানববন্ধন করে স্থানীয়রা। 

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এইচ,এম আব্বাস, ক্রীড়া সম্পাদক মিন্টু খান, ইউনিয়ন যুবলীগ সম্পাদক মঞ্জুর ইসলাম মনির, শিক্ষার্থী তামান্না আক্তার, সাথি আক্তার ও সঞ্জয় পাল। 

মানববন্ধন শেষে অভিযুক্ত অধ্যক্ষের অপসারন সহ তার অনিয়ম-দুর্নীতির বিচার দাবীতে বিক্ষোভ করেন তারা।