বাকেরগঞ্জে ধর্ষণের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদের নিন্দা

বাকেরগঞ্জে ধর্ষণের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদের নিন্দা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে গত ৪ বছরে ১১জনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা নারী নির্যাতনের জঘন্যতম ঘটনা। এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা।
সোমবার বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার পাঠানো এক বিব্রিতিতে বাকেরগঞ্জের ওই ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

বিব্রিতিতে মহিলা পরিষদ উল্লেখ করেছে, জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে মহিলা পরিষদ জানতে পারে বরিশালের বাকেরগঞ্জে ফাঁদে ফেলে ৪ বছরে ১১জনকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এমনকি বেশীর ভাগ ক্ষেত্রে অন্তরঙ্গ অবস্থায় ভিডিও চিত্র ধারণ করেছেন তিনি। এসব ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
 
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা নারীর প্রতি নির্যাতন এবং ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে নির্মম নির্যাতনকারী বিকৃত রুচির পরিচয়দানকারী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আদালতে চার্জসীট প্রদান ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
  
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে সভাপতি রাবেয়া খাতুন, সহ -সভাপতি নূরজাহান বেগম, জাহান আরা বেগম, প্রফেসর শাহ সাজেদা, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার,  সাংগঠনিক সম্পাদক খাদিজা নাসরিন শেফালী, অর্থ সম্পাদক সেলিনা ইয়াছমিন এ্যানি, লিগ্যাল এইড সম্পাদক জেসমিন আক্তার, আন্দোলন সম্পাদক সুরুচি কর্মকার, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক মলিনা মন্ডল, প্রচার সম্পাদক পাপিয়া জেসমিনসহ অন্যান্য নেত্রীবৃন্দ এঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেছে।