বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন নৌবাহিনী

বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন নৌবাহিনী

বিজয় দিবস হকিতে শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ বিমানবাহিনীকে উড়িয়ে দেয় দলটি।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫-০ গোলে জয় তুলে নেয় নৌবাহিনী।

সার্ভিসেস দলটি জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিয়ে গড়া। ফাইনালে তাই নৌবাহিনীই ছিল ফেভারিট। এদিন দলের জয়ে হ্যাটট্রিক করেছেন মাহবুব হোসেন। এ ছাড়া জালের দেখা পেলেন আশরাফুল ইসলাম ও মইনুল ইসলাম কৌশিক।

প্রথম কোয়ার্টার গোলশূন্য ছিল। দ্বিতীয় কোয়ার্টারে মাহবুবের ফিল্ড গোলে এগিয়ে যায় নৌবাহিনী। তৃতীয় কোয়ার্টারে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে আশরাফুল ও মইনুলের লক্ষ্যভেদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নৌবাহিনী।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফির সঙ্গে ৩০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। রানার্সআপ দলকে দেওয়া হয়েছে ট্রফি ও ২০ হাজার টাকা পুরস্কার।

১১ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আশরাফুল ইসলাম। একই দলের মাহবুব হোসেন হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। দুজনকে ১০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।