ভোলার দৌলতখানে চোরাই মোবাইলসহ যুবক আটক

দৌলতখানে চোরাই মোবাইলসহ সোহেল নামের এক যুবককে আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটে অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করা হয়। এসময় যুবকের সাথে থাকা বিভিন্ন ব্রান্ডের ১১ টি চোরাই মোবাইল ও ২০ হাজার ৯ শত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন দৌলতখান থানার উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।আটক হওয়া সোহেল উপজেলার চরশুভী এলাকার মৃত আবদুর রশীদের ছেলে।
এবিষয়ে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি দৌলতখান বাজারের সোহেল নামের একটি ছেলে ঢাকা থেকে সংগ্রহ করা চোরাই ফোন বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স দৌলতখান ভবানীপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করে এবং তার সাথে থাকা ১১ টি এন্ড্রোয়েড ফোন ও ২০ হাজার ৯ শত পঞ্চাশ টাকা উদ্ধার করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে প্রয়োজনীয় কাগজ দেখাতে বললে সে দেখাতে পারেনি।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে বলে ঢাকা থেকে সোহেল নামে অন্য একজন এসব মোবাইল সংগ্রহ করে তার কাছে পাঠায় এবং সে এগুলো কম মূল্য বিভিন্ন লোকের কাছে বিক্রি করে। দৌলতখান থানায় মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে বলে জানান ওই কর্মকর্তা।