মঠবাড়িয়ায় কর্মহীন ৫০ পরিবার পেলো খাদ্য সহায়তা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় করোনার চলমান পরিস্থিতিতে কঠোর লকডাউন মেনে কর্মহীন হয়ে পড়া অসহায় ৫০ পরিবার পেলো খাদ্য সহায়তা।
রোববার (৪ জুলাই) দুপুর ১২ টার দিকে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর, পৌরসভা চত্ত্বর ও বাস ষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে কঠোর লকডাউন মেনে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র পরিবারগুলোর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল ও এক কেজি আলু।
এসময় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, আনসার, যুব রেডক্রিসেন্টসহ বিভিন্ন গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।