মত প্রকাশের স্বাধীনতা সীমার বাইরে নয়: ট্রুডো

মত প্রকাশের স্বাধীনতা সীমার বাইরে নয়: ট্রুডো

ফ্রান্সে সন্ত্রাসী হামলার সমালোচনা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আমরা সব সময় মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন জানাবো। কিন্তু সেটা সীমার বাইরে নয়।’
‘আমরা যাদের সঙ্গে একই সমাজে, একই গ্রহে বাস করছি তাদের বিরুদ্ধে আক্রমণমূলক কিছু না করা আমাদের দায়িত্ব।’

উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘কেউ চাইলেই একটি মুভি থিয়েটারে গিয়ে হামলা চালাতে পারে না। সবকিছুরই একটা মাত্রা রয়েছে।’

ফ্রান্সের সর্বশেষ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই সন্ত্রাসীরা কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না।

সম্প্রতি ফ্রান্সে স্যামুয়েল প্যাটি নামের এক ইতিহাস শিক্ষক ক্লাসে বাক্‌স্বাধীনতা বিষয়ে পাঠদানের সময় নবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখান। যার জেরে গত ১৬ অক্টোবর চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি ছুরি হাতে ওই শিক্ষককে আক্রমণ করে এবং তার শিরশ্ছেদ করে।

এই ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর একাধিক বক্তব্যে মুসলিমদের সমালোচনা উঠে আসে।