মুকুন্দ দাসের উত্তোরাধিকারী উদীচী ও গণনাট্য সংঘ

মুকুন্দ দাস যেমন বৃটিশদের লৌহকপাটে আঘাতে করেছেন তার গানে, তেমনি সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন তার গান ও যাত্রাপালায়। বর্তমানে মুকুন্দ দাসের সেই ধারার সত্যিকার উত্তোরাধিকারী হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এবং গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ। আমরা বিশ্বাস করি মুকুন্দ দাস যে আদর্শ নিয়ে গান ও যাত্রাপালা লিখেছেন একদিন সত্যিকার সেই আদর্শ বাস্তবায়ন হবে।
গত শনিবার রাতে ভারতের পশ্চিম বঙ্গের গণনাট্য সংঘ এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে গানে কথায় মুকুন্দ দাসের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা তুলে ধরে।
গণনাট্য পত্রিকা পশ্চিমবঙ্গের সম্পাদক নাট্যকার অভিনেতা শ্যমল ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত মুকুন্দ দাসের প্রতি শ্রদ্ধা অনুষ্ঠানে মুকুন্দ দাসের জানা অজনা অনেক তথ্য তুলে ধরেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান। গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গের হয়ে সূচনা বক্তব্য দেন দিব্যেন্দু চট্ট্যোপাধ্যায়। দুই বাংলার দুটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী এবং গণনাট্য সংঘের আয়োজনে মুকুন্দ দাসের ব্যতিক্রমী গান পরিবেশিত হয়।
আলোচনার ফাঁকে ফাঁকে মুকুন্দ দাসের কালজয়ী গান গেয়ে শোনান দুই বাংলার গণসঙ্গীত শিল্পীরা। ভারতের পক্ষে গণনাট্য সংঘ পশ্চিম বঙ্গের সভাপতি হিরণ¥য় ঘোষাল, গণনাট্য সংঘ ও পশ্চিম বঙ্গ রাজ্য সম্পাদকম-লীর সদস্য অমল নায়েক। বাংলাদেশের পক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ। সংগীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুকুন্দ দাসের গানের অন্যতম শিল্পী অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী। এ ছাড়া বরিশাল উদীচীর পক্ষে কন্ঠ দেন উদীচী বরিশালের সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, সহসাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাহেদ, আশরাফুর রহমান সাগর, সদস্য সাগর দাস মুনশী, কমল ঘোষ। তবলায় ছিলেন, চন্দন দাস, দোতরায় নুরুল ইসলাম এবং মন্দিরায় ছিলেন অরবিন্দ নাগ।
মুকুন্দ দাসকে সামনে রেখে দুই বাংলার দুটি প্রগতিকামী সাংস্কৃতিক সংগঠন উদীচী ও গণনাট্য সংঘ নুতন পথ উন্মোচন করেছে। গণনাট্য সংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী ছিলেন। বাংলাদেশের ৫০ বছর পূর্তির এই দীর্ঘ পথচলায় তাদের অনন্য ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে উদীচী।
মুকুন্দ দাসকে নিয়ে অনুষ্ঠিত দুই বাংলার এই আয়োজনের সমাপ্তি টানেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরণ।