যুবলীগ নেতা যুবদল নেতা তসলিমকে ছাড়িয়ে নেওয়ায় ক্ষোভ

যুবলীগ নেতা যুবদল নেতা তসলিমকে ছাড়িয়ে নেওয়ায় ক্ষোভ

ছাত্রদল যুবদলের একাধিক নেতা আটক হলেও যুবদল সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন এর ছোট ভাই কেন্দ্রীয় যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ তসলিমকে থানা থেকে ছাড়িয়ে নেওয়াৗ অন্য নেতারা ক্ষুব্ধ হয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন আটক অন্য নেতাদের পরিবারের সদস্যরা।

 গত বুধবার ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় ঢাকার ধানমন্ডির ৩ নাম্বার রোডের লেকপাড় থেকে আড্ডারত অবস্থায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আব্দুর রহিম সেতু, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জুসহ ১০ জনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।

এর মধ্যে বরিশাল জেলা যুবদল সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন এর ছোট ভাই কেন্দ্রীয় যুবলীগের রাজনীতি করেন। সেই কারণে কেন্দ্রীয় যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রভাব খাটিয়ে আটককৃত যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্যে থেকে কেবল  তসলিমকে থানা থেকে ছাড়িয়ে আনেন। এসময় অন্য নেতাদের ছাড়ানোর উদ্যোগ না নেওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন। তসলিমের ছোট ভাই আওয়ামী রাজনীতি করার কারণে তসলিম ছাড়া পেয়েছে এটা দলের জন্য লজ্জার।

তসলিমকে ছাড়িয়ে আনায় যারা আটক হয়েছে তাদের পরিবারের সদস্যরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন, তসলিমের সঙ্গে যাওয়ায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আব্দুর রহিম সেতু, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু আটক হয়েছে। কিন্তু তসলিমের ভাই যুবলীগ নেতা শুধু তসলিমকেক ছাড়িয়ে নিয়েছেন। অন্য কাউকে ছাড়িয়ে আনেননি এটা ঠিক করেন নাই। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।