রাবিপ্রবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক কাঞ্চন চাকমা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। আগামী চার বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি।
রবিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. নূর-ই-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিউকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. কাঞ্চন চাকমাকে নিম্নোক্ত শর্তে রাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হলো।
শর্তগুলো হলো-
>> প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের দিন থেকে চার বছর।
>> প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।
>> তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদের অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।
>> মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।