শহীদ বুদ্ধিজীবী দিবসে ববির শ্রদ্ধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. আতিউর রহমান বলেছেন, বঙ্গবন্ধু যে গতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত প্রতিকূলতা পেরিয়ে সফল হওয়ার যে সংস্কৃতি প্রধানমন্ত্রী গড়ে তুলেছেন সেটি আমাদের সাহস যোগাচ্ছে। জাতীয় উন্নয়নের স্বপ্ন পূরণের লড়াইয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালবিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
সোমবার বেলা ১১ টায় এই ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
ভাচুর্য়াল আলোচনা সভায় ড. আতিয়ার রহমান বঙ্গবন্ধু এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শপথ রেখে বঙ্গবন্ধুর স্বপ্ন ও বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন পূরণে নিবেদিত থেকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলমের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদাউস, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া, আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা হাবিব জিসান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ^াস।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, মুক্তিযোদ্ধারা যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে, ঠিক তখনই এ দেশটির গায়ে ধর্মান্ধতা ও মৌলবাদের তকমা লাগিয়ে দেশটিকে পিছিয়ে নেয়ার অপচেষ্টা চলছে। আমাদেরকে এ চক্রান্তের বিরুদ্ধে সরব হতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর চেতনাই বাংলাদেশের চেতনা।
এর আগে সকাল সাড়ে ৯টায় জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরপরই একই স্থানে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল ও শেখ হাসিনা হল সংশ্লিষ্টরা।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ রচনা প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাদ জোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।