শ্রীলঙ্কা যাচ্ছে আইএমএফ প্রতিনিধি দল

শ্রীলঙ্কা যাচ্ছে আইএমএফ প্রতিনিধি দল

শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহায়তার বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে দেশটি সফর করবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে আইএমএফ জানায়, আগামী ২৪ থেকে ৩১ আগস্ট একটি প্রতিনিধিদল শ্রীলঙ্কা সফর করবে। অচিরেই তহবিল প্যাকেজ নিয়ে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আলোচনায় অগ্রগতি আনাই এ সফরের লক্ষ্য।

গত জুন মাসে শ্রীলঙ্কার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে আইএমএফ। তবে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের দাবিতে ব্যাপক গণবিক্ষোভ শুরু হওয়ায় সে আলোচনা বন্ধ হয়ে যায়।

বর্তমানে শ্রীলঙ্কার অর্থনীতি নাজুক পরিস্থিতিতে রয়েছে। এমন পরিস্থিতিতে আইএমএফের কোনো ধরনের ঋণ কর্মসূচি শুরুর আগে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার নিশ্চয়তা দিতে হবে দেশটিকে।