সাংবাদিক খান রফিকের পিতার ইন্তেকাল

সাংবাদিক খান রফিকের পিতার ইন্তেকাল

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান খান রফিক এর পিতা আব্দুল মোতালেব খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আব্দুল মোতালেব খান বরিশাল জিলা স্কুলের শিক্ষক ছিলেন। এছাড়া ঝালকাঠি জিলা স্কুলের প্রধান শিক্ষক থাকাবস্থায় অবসরগ্রহণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এবং তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে এ্যাম্বুলেন্স যোগে মরহুমের মৃতদেহ নিজ বাড়ি নগরীর নিউ সার্কুলার রোড কাজীবাড়ি মসজিদ এলাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। বরিশালে প্রথম জানাজা শেষে নিহতের নিজ গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লার হাট এলাকায় নেয়া হতে পারে।

এদিকে, আব্দুল মোতালেব খান এর মৃত্যুর খবরে পরিবার, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শুক্রবার সকাল ৯টায় নগরের নিউ সার্কুলার রোড বাসভবন সংলগ্ন গাজী বাড়ি জামে মসজিদ চত্বরে সকাল ৯টায় প্রথম জানাজা এবং বেলা ১১টায় ঝালকাঠীর নলছিটি উপজেলার আমতলী গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুম মোতালেব খানের দাফন সম্পন্ন হবে। আবদুল মোতালেব খানের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারন সম্পাদক জাকির হোসেন সহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।