সাবেক এমপি আউয়ালের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

সাবেক এমপি আউয়ালের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে সাহিনুদ্দিন (৩৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলার আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য  এম এ আউয়ালের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। 

শুক্রবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় বৃহস্পতিবার (২০ মে) র‌্যাব আউয়ালসহ চারজনকে গ্রেফতার করে। 

গত রবিবার (১৬ মে) রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিকেল সাড়ে ৪টায় পল্লবীর ১২ নম্বর ডি ব্লক ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম শাহিন উদ্দিন (৩৪)। তিনি পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা।

ওইদিন রাতেই নিহতের মা আকলিমা বেগম পল্লবী থানায় আউয়ালসহ ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।