বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ব্রজমোহন বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাবের আহমেদ এবং উদীচী ও বরিশাল নাটকের সংগঠক, সাবেক সভাপতি নারায়ন সাহা’র স্মরণে শোকসভা আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে।
উত্তর মল্লিক রোড উদীচী ভবনের পাশে রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই শোক সভায় দুই গুণিব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
শোকসভায় তাঁদের কর্মময় জীবন নিয়ে আলোচনা হবে। সাবের আহমেদ এবং নারায়ন সাহার পরিচিতজন, সুভানুধ্যায়ী, শিক্ষক সহকর্মী এবং উদীচী-বরিশাল নাটকের সংগঠক-কর্মীদের শোক সভায় উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে উদীচী এবং বরিশাল নাটকের পক্ষ থেকে।