সৈয়দা রুবিনা মীরা এমপির বরিশাল কারাগার পরিদর্শন

বরিশাল কারাগারে থাকা বন্দীদের প্রশিক্ষণ, সেবাসহ নানা বিষয়ে খোঁজ নিতে কারাগার পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা। এসময় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান তার সঙ্গে ছিলেন।
বুধবার বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে কারাবন্দীদের প্রশিক্ষণ দিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা বলেন তারা।
‘রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের কারাগারসমূহে বন্দীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে সমাজে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কারা প্রশাসনের পাশাপাশি অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকসহ বেসরকারি কারা পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ হতে দুটি টেলিভিশন এবং মায়ের সঙ্গে অবস্থানরত শিশুদের জন্য নুতন পোষাক প্রদান করা হয়।