২৯০ আসনে বিএনপি একাই পাবে - রুমিন ফারহানা

২৯০ আসনে বিএনপি একাই পাবে - রুমিন ফারহানা

যদি নুন্যতম সুষ্ঠু ভোট হয় ২৯০ টি আসন বিএনপি একাই পাবে বলেছেন সংসদ সদস্য ও রুমিন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার রুমিন ফারহানা। 

বিএনপি মিডিয়া সেলের আহবায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিনের সঞ্চলনায় “জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠ ও নিরপক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য”বিষয়ে শহীদ সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে শুক্রবার  ১১ নভেম্বর বিকাল ৪টায়  বি.এন.পি মিডিয়া সেল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা হয়।

বরিশাল বিভাগের বিশিষ্টজনদের সাথে মত বিনিময় সভায় অনুষ্ঠানে এসব কথা বলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি আরও বলেন গত ১৭ বছরে শুধু নির্বাচন ব্যবস্থা ধংস করা হয়েছে এমন নয়,বাংলাদেশের ন্যায় বিচার, সু শাসন,আইনের শাসন,বিচার বিভাগের স্বাধীনতা,গণমাধ্যমের স্বাধীনতা,বাক স্বাধীনতা,মানুষের কথা বলবার স্বাধীনতা,চিন্তা করার স্বাধীনতা এর সবকিছু  হরন করা হয়েছে। তাই বিএনপি বিশ্বাস করে শুধু মাত্র ক্ষমতার পালাবদল দিয়ে হলে বিভৎসতার মেরামত সম্ভব নয়,পুরো রাষ্ট্র কাঠামোর মেরামত দরকার এবং এই মেরামত বিএনপি কখনো একা করতে চায় না,  বিএনপি মতে বহু পথপ বিশ্বাব করে,বহুদলে বিশ্বাস করে, অংশীদারিত্বে বিশ্বাস করে,জয়ীর সাথে বিজিতারা সাথে কাঁধে কাধ মিলিয়ে,হাতে হাত মিলিয়ে কাজ করতে পছন্দ করে।তাই সরকার গঠন করলে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। এক পক্ষে সরকার এর চেয়ে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদের জবাব দিহিতা বেশি,স্পস্ট ও শক্তিশালী বেশি। জাতীয় সরকার গঠন এর পরিকল্পনা এদেশের কোন সরকার বলেনি।রুমিন ফারহানা বলেন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবো ও দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ করবো।

সভার শুরুতে বিএনপির মিডিয়া সেল এর সদস্য সচিব সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ৭ পৃষ্ঠার লিখিত ইস্তেহার পাঠ করার মাধ্যমে বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তাদের দোসরদের কারণে আমাদের এইসব পরিকল্পনা বাস্তবায়নের পথ সহজ নয়।কিন্ত পথধ যথই কঠিন হোক,দেশ ও জনগণের স্বার্থে বিএনপি সকল প্রতিকুলতা মোকাবেলা করেই এগিয়ে যাবে।সাবেক সংসদ সদস্য ও বিএনপি মিডিয়া সেল সদস্য শাম্মি আকতার মতবিনিময় সভায় বলেন ত আমরা জাতীয় সরকার গঠন করবো। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ করবো ক্ষমতায় আসলে আমাদের সাথে যারা ছিলেন আমরা তাদের আমরা জাতীয় সরকারে অংশীদারত্ব নিশ্চিত করা হবে।

জাতীয় পার্টি বরিশাল জেলার সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম মতবিনিময় সভায় বলেন এ সরকার হাসিনার সরকার এর পাশে রয়েছে ভারত, জাতীয় ঐক্যমত দরকার এটার দায়িত্ব বিএনপিকে নিতে হবে,বাংলাদেশকে বাঁচাতে হয় ২০ কোটি মানুষকে মুক্তি দিতে হয় তাহলে সর্বপ্রথম প্রয়োজন এ ফ্যাসিস্ট সরকার অপসারণ করে একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন প্রতিষ্ঠা করা এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। 

বিশিষ্ট নাগরিক দেওয়ান আবদুর রশিদ নিলু বলেন একমাত্র লড়াই ছাড়া এ সরকারকে হটানো সম্ভব না। শেখ হাসিনার সরকার হটালে হবে না তার ব্যবস্থপনাকেও পরিবর্তন করতে হবে। তিনি আরও বলেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এর নাম হতে পারে উচ্চ কক্ষের  নাম সিনিয়র ও  নিন্ম কক্ষের নাম জুনিয়র।উচ্চ কক্ষের সদস্য সংখ্যা ৭৫ ও নিন্ম কক্ষে ৩০০ সদস্য হতে পারে। শহীদ সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম ফরিদ বলেন শ্রমিক,পেশাজীবি,চিকিৎসক সবাইকে জাতীয় সরকার গঠন করার আহবান জানান।

শমরিতা মেডিকেল কলেজ এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মতবিনিময় সভায় বলেন মিডিয়া সেল গঠন করার উদ্দেশ্য একটাই জনগণের কাছে যাওয়া সুধিজনের কাছে যাওয়া এজন্যই আপনাদের কাছে আসা আপনারা জনগণকে গিয়ে বলবেন যুবকরা ঘরে ঘুমাতে পারে না,অর্থনৈতিক কার্যক্্রম করতে পারে না। 

 বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন এই বাংলাদেশ এর দায়িত্ব বিএনপিই নিতে পারেন এবং বিএনপিই নিবেন। তিনি প্রস্তাব দেন জাতীয় সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনে নয়  সরাসরি আসনে যেন নারীদের মনোনয়ন দেয়া হয়। 

জাতীয় সরকার গঠন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করার বিষয়ে বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর আহবায়ক অধ্যাপিকা ফারহানা তিথি,  বরিশাল জেলা আইনজীবী সমিতির  সাবেক সম্পাদক  এ্যাডভোকেট মোঃ শহিদ হোসেন,অধ্যাপক কৃষিবিদ হারুন অর রশিদ,বিশিষ্ট নাগরিক মোঃ সোহেল সিকদার এ্যাডভোকেট,বিশিষ্ট নাগরিক  বিপ্লব কুমার পোদ্দার ,সাংবাদিক মোঃ হুমায়ুন কবির,ড্যাব যুগ্ম-সম্পাদক  ডাঃ পারভেজ রেজা কাকন, বিশিষ্ট নাগরিক কমরেড হারুন অর রশিদ, সাংবাদিক মোঃ নাসিম উল আলম ,বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ আলী আহম্মেদ, বরিশাল নাগরিক সমাজ এর  সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, সরকারি বিএম কলেজ এর সাবেক অধ্যাপক ডাঃ আলী নেসার,রাজবাড়ি মহিলা কলেজের সাবেক অধ্যক্হ অধ্যাপক মাকসুদুর রহমান।

এসময়  শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবুর রহমান নান্টু, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ।  

মিডিয়া সেল এর আহবায়ক জহির উদ্দিন স্বপন সভা শেষে বক্তব্যে বলেন  তারেক রহমানের নেতৃত্বে অবাধ,সুষ্ট নির্বাচনের মাধ্যমে জন গণের ক্ষমতা তাদের মাঝে ফিরিয়ে দেওয়ার কাজ করছে।আমরা এই সরকারকে উৎখাত করে দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার  গঠন করতে চাই সাংবিধানিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ভাবে জনগনের শক্তির উপর ভর  দিয়েই করতে চাই। তারেক রহমানের রোডম্যাপ অনুযায়ী এ মতবিনিময় সভা বিভাগীয় সমাবেশে এর আগে পরে আয়োজন। আমরা মিডিয়া সেল স্বতঃস্ফূর্ত সমর্থন করেছেন।