‘রাশিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করছে খাবার’

‘রাশিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করছে খাবার’

রাশিয়ার বিরুদ্ধে খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। শনিবার ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক এমন অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক বলেন, শনিবার বন্দরনগরী ওডেসায় রাশিয়া যে হামলা চালিয়েছে তার জন্য মস্কোকে জবাবদিহি করতে হবে।

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ক্রেমলিন খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার অব্যাহত রেখেছে। রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’

এদিকে খাদ্যশস্য রফতানি সংক্রান্ত চুক্তি নিয়ে জাতিসংঘ ও তুরস্কের দ্বারস্থ হয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি পুনরায় শুরু করতে শুক্রবার (২২ জুলাই) জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে ওই চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন। শনিবার কিয়েভের তরফে এটি বাস্তবায়নের জন্য রাশিয়াকে চাপ দিতে জাতিসংঘ ও তুরস্কের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চুক্তিতে কৃষ্ণ সাগরের বন্দর থেকে শস্য রফতানির জন্য একটি নিরাপদ করিডোরের কথা বলা হয়েছে। মস্কোর উচিত সেই অঙ্গীকার পূরণ করা। জাতিসংঘ ও তুরস্ক যেন এই বিষয়টি নিশ্চিত করে।