ইসলামী ব্যাংকের সহয়তায় গাছের চারা বিতরণ

ইসলামী ব্যাংকের সহয়তায় গাছের চারা বিতরণ

‘শিক্ষায় বন ও প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’

এই শ্লোগানের মধ্য দিয়ে বরিশালে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বিকেলে বরিশাল নগরীর পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। 

প্রকল্প কর্মকর্তা এসএম ছরোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বরিশাল শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. ইয়াকুব আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মজিবর রহমান মৃধা, সহকারি প্রধান শিক্ষক মোসা. সুরাইয়া সুলতানা সহ ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। 

অনুষ্ঠানে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ৪ হাজার তিনশত গাছের চারা বিতরণ করা হয়।