তেলের দাম বাড়ায় হতাশায় বরিশালে গাড়ি চালকরা

দেশে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হাতাশায় পড়েছেন বাইকসহ অনান্য গাড়ি চালকরা। বাধ্য হয়ে সরকারের নির্ধারিত বেশি দামেই জ্বালানি কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। নগরীরর বিভিন্ন ফিলিং স্টেশনের ম্যানেজারদের দাবীÑ গাড়ি সংখ্য আগের মতই আছে। জ্বালানির দাম বৃদ্ধিতে কমেনি গাড়ি।
শনিবার (৬ আগস্ট) বিকাল ৫ টার দিকে নগরীরর নতুন বাজার এলাকার ফিলিং স্টেশনে সরেজমিনে দেখা যায়, আগের মতই কোনরকম চাপ ছাড়াই গাড়ি চালকরা তেল কিনছেন পাম্ম থেকে। তার মধ্যে বেশির ভাগই মোটরসাইকেল রয়েছে।
অন্যদিকে গতকাল শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে তেলের মূল্য বৃদ্ধির খবরে বরিশাল নগরীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল অল্প পরিসরে বিক্রি করা হলেও বাকি পাম্প গুলো বন্ধ দেখা যায়। অভিযোগ, অতিরিক্ত মুনাফা লাভের জন্য পাম্প গুলোতে তেল বিক্রি করতে দেখা যায়। এর ফলে তেল নিতে আসা যানবাহন ও মোটরসাইকেল চালকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
নতুন বাজার এলাকার ফিলিং স্টেশন থেকে তেল কিনতে আশা বেসরকারি কোম্পানির চাকরিজীবী মো. হারুন সিদকার বলেন, ‘এতো দামে জ্বালানি তেলে ক্রয় করা খুবই ডিফিকাল্ট। আমাদরে প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে এটি আমদানি করতে হয় না। বাই-প্রোডাকক্ট হিসেবে পাওয়া যায়। প্রেটলকে রিফান্ড করে আকটেন পাওয়া যায়। সেখানে বাংলাদেশের প্রোডক্টের বিশ্বের সাথে সম্বনয় করারা কি আছে? বরং এটি আমাদরে আরো কম দমে দেওয়া উচিৎ ছিালো। দেশে সব কিছুর যেহেতু ঊর্ধ্বগতি সেখানে জ্বালানি তেলের মূল্য কমিয়ে ব্যালেন্সিং করা উচিৎ চিলো।’
মাহিনন্দ্রা চালক মো. শামিম বলেন, ‘আমার গাড়ি ডিজেলে চলে। সেটার দামও বাড়ছে কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে এখন পর্যন্ত ভাড়া আগের মতই নিচ্ছি।’ সরকার বা আমাদরে সামিতির সিধান্তর পর নতুন ভাড়া নির্ধারন করা হবে বলে জানান তিনি।
বইকার মো. সিফত বলেন, ‘খুব বিপদে আছি। এতো টাকা দিয়ে অকটেন কেনা সম্ভব না। তবুও এখন গাড়ি আছে, কি আর করবো? বাধ্য হচ্ছি কিনতে। সড়কারের প্রতি দাবি- এটি যেন কমিয়ে নূণ্যতম ১০০ টাকার মধ্যে রাখা হয়।’
নুতন বাজার সুরভী ফিলিং স্টেশনের সেলসম্যান বলেন, ‘বাইকারসহ অনান্য গাড়ির চাপে গতকাল রাত ১২ টা থেকে ৪ টা পর্যন্ত আগের দামে তেল বিক্রি করছি। পরে সকাল থেকে নতুন দামে তেল বিক্রি হচ্ছে। আমাদের এখানে ক্রেতার সংখ্যা আগের মতই স্বাভাবিক আছে। রাতের পর সকাল থেকে গাড়ীর চাপ মোটামুটি ভালো।