ঢাকার স্কায়ার হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসিম উদ্দিনের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে হামলাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দাবি করেছে আন্দোলনরত চিকিৎসকরা।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর বান্দ রোড শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওই কর্মসূচি পালন করেন শেরে-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও চিকিৎসক শিক্ষার্থীরা।
শেরে-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরুল কায়েস, হাসপাতাল আউটডোর ডক্টরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সৌরভ সুতার, সাধারণ সম্পাদক ডা. নরুন্নবী তুহিন, ডা. শিরিন সাবিহা তন্নি, ডা. মেহেদী হাসান বিপ্লব, ডা. আসিক দত্ত্ব, ডা. অনুপ সরকার, ডা. ফোরকান আহম্মেদ এবং ডা. আবদুল্লাহ-আল মামুন প্রমূখ।
মানববন্ধনে চিকিৎসকরা বলেন, সম্প্রতি স্কায়ার হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা প্রদানের সময় ডা. নাসিম উদ্দিনের উপর হামলা চালানো হয়। যা কোন ভাবে বরদাস্ত করা যায় না। দেশে বিভিন্ন স্থানে চিকিৎসকদের নানাভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এর যথাযথ বিচার না হওয়ায় চিকিৎসকদের উপর হামলা বন্ধ হয়নি। তাই নিরাপদ কর্মস্থালের দাবি এবং ডা. নাসিমের উপর হামলাকারীদের আটক ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।
গত ১৩ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাসিম উদ্দিনকে লাঞ্ছিত করে এক পুলিশ কর্মকর্তা ও তার স্বজনরা।
What's Your Reaction?






