বরিশালে মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান

বরিশালে মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান

বরিশালে বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে “সমতার চেতনা প্রতিষ্ঠা করি, নারীর প্রতি সহিংসতা বন্ধে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলি” এই শ্লোগানের আলোকে আলোচনা সভা ও বেগম বশিরুনেচ্ছা শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে।  

সোমবার  ১১ এপ্রিল সকাল ১১ টা ৩ ০ মিনিটে মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে নিজস্ব কর্যালয়ে এ  আলোচনা সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ মহিলা পরিষদ পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুনের  সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাঃ সৈয়দ হাবিবুর রহমান,  মহিলা পরিষদের সহসভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক পুস্প রানী প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন কার্যকরী কমিটির সদস্য শিউলী সাহা, সহ সাধারণ সম্পাদক প্রতিমা সরকার ও অন্যান্য সহশিল্পীবৃন্দ।স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী। বেগম বশিরুনন্নেছার জীবনী পাঠ করেন তিথি রায়, পাঠচক্রের ছাত্রী । 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ হাবিবুর রহমান- সভাপতি ডা: সৈয়দ হাবিবুর রহমান জনকল্যান ট্রাস্ট। আলোচনা শেষে ২০জন দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বেগম বশিরুনন্নেছা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়