বরিশালে সাংবাদিকদের সঙ্গে র‌্যাবের মতবিনিময়

বরিশালে সাংবাদিকদের সঙ্গে র‌্যাবের মতবিনিময়

দেশের উন্নয়নে প্রধান বাধা মাদক। তাই দেশ ও জনগণের স্বার্থে মাদক নির্মূল করতে হবে। এছাড়া সন্ত্রাস ও জঙ্গী নির্মূল সকলের সহায়তা কামনা করেছেন বরিশাল র‌্যাব-৮ এর নবাগত কমান্ডিং অফিসার মো. জামিল হাসান।

রবিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই আহবান জানান তিনি। 

এ সময় র‌্যাবের নতুন কমান্ডিং অফিসার পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মো. জামিল হাসান বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সন্তানরা কোথায় যায়, কার সাথে মেলামেশা করে সব কিছুই নজরদারিতে রাখতে হবে। যে কোন অপরাধের তথ্য পাওয়া মাত্র র‌্যাবকে জানানোর আহবান জানান তিনি। সকলের সহযোগীতায় র‌্যাব-৮ এর দায়িত্বপূর্ণ ১১টি জেলায় মাদক নির্মূল এবং জঙ্গী ও সন্ত্রাস দমন করার কথা বলেন তিনি। 

র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার মো. জামিল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান, র‌্যাব-৮ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বর্তমান সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এবং বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিইমজা) সভাপতি ফিরদাইস সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।