ভুলে যাই

ভুলে যাই

জিয়া সাঈদ

সময় উড়াতে যাই যমুনার পারে
জলের লীলায়
জমে থাকি যমুনায়
ঝিলিক পল্লব ডাক দিলে
উঠে এসে তরুর তনুশ্রী দেখি
তলের চিত্রল ছায়া,
শান্তি দেখে
মূলে চলে যাই
ছড়িয়ে সেঁধিয়ে বসে
পেচাখ বুজে থাকি
ভুলে যাই
দিন শেষে
চলে যাব অন্য ডাকে ,
অন্য বহতায়....
মানুষ, নিসর্গ -
যখন যে টানে
কাছে যেতে যেতে তার প্রাণে ঢুকে যাই
ভুলে যাই
মানে অভিমানে
কত ঠুনকো উটকো উছিলায়
প্রাণ থেকে প্রাণ ছিন্ন হয়ে যায়
একদিন প্রাণ চলে যায় ভিন্নলোকে....