মাদারীপুর ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিরাবরণ অনুষ্ঠিত

মাদারীপুর ডিডাব্লিউএফ নার্সিং কলেজের বিএসসি ও ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শিরাবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ মার্চ দুপুর ১২ টায় মাদারীপুর ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এরপর কলেজের বিএসসি এবং ডিপ্লোমা শিক্ষা শিরাবরণ উপক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শিক্ষার্থীদের শিরাবরণ পরিয়ে দেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেনপ্রধান অতিথি, ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিএমএ মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুল বারী, বিএমএ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শক্তি রঞ্জন মন্ডল, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডা. রেজাউল আমিন, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. জহিরুল ইসলাম, জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা, ডিডাব্লিউএফ নার্সিং মাদারীপুরের অধ্যক্ষ মোসাম্মৎ পারেছা খাতুন, তাজুননেছা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাহিমা খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদারীপুর ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিদাস অধিকারী।