সৌদি আরবকে ‘সন্তুষ্ট’ করতে প্যাট্রিয়ট পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের সঙ্গে দূরত্ব ঘোচাতে দেশটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
অ্যাসোসিয়েটেড প্রেস এবং ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহে সৌদি আরবে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাঠানো হয়েছে। দেশটিতে প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইরানপন্থী হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচার জন্য ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তার অনুরোধ জানিয়ে আসছিল সৌদি আরব। কিন্তু সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন ইস্যুসহ বিভিন্ন কারণে বাইডেন প্রশাসন তাদের অনুরোধে খুব বেশি পাত্তা দেয়নি।
সম্প্রতি ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রের। আমেরিকা গ্যাসের জন্য রাশিয়ার বিকল্প খুঁজছে। এই অবস্থায় সৌদি আরবকে সন্তুষ্ট করতে দেশটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করল যুক্তরাষ্ট্র।